বগুড়া পৌরসভার জন সাধারণের দ্রুত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভারতীয় সহকারী হাই কমিশন, রাজশাহী কর্তৃক অত্যাধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।
আজ রবিবার বেলা ১১টায় বগুড়া পৌরসভা সভাকক্ষে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হাতে প্রতীকী চাবি হস্তান্তর করেন ভারতীয় হাই কমিশনের রাজশাহী সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী।
তিনি বলেন, ভারত যেমন এগিয়ে গিয়েছে বাংলাদেশও স্বাধীনতার ৫০ বছর পর অনেক এগিয়ে গিয়েছে। বর্তমানে বাংলাদেশের জন্য কোন দেশের সহায়তা বা অনুদানের প্রয়োজন নেই। ভারত-বাংলাদেশের সম্পর্ক স্থায়ী করতে বাংলাদেশের মানুষের দ্রুত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভারত সরকারের পক্ষ থেকে ১০৯টি অ্যাম্বুলেন্স বাংলাদেশকে উপহার দেওয়া হয়েছে। তার মধ্য শিল্প নগরী খ্যাত বগুড়া পৌরসভার মানুষের সেবার জন্য একটি অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হল।
অনুষ্ঠানে বক্তারা ভারত সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ভারত-বাংলাদেশের এ ভালোবাসার সম্পর্ক স্থায়ী থাকুক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, বগুড়া ডায়াবেটিস হাসপাতালের সাধারণ সম্পাদক ও বগুড়া চেম্বার অব কমার্সের পরিচালক মো. তৌফিকুর রহমান বাপ্পী ভাণ্ডারী, বগুড়া চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মাফুজুল ইসলাম রাজ, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র শ্রী পরিমল চন্দ্র দাস, বগুড়া পৌরসভার সচিব রেজাউল করিম। এসময় বগুড়া পৌরসভার সকল কাউন্সিলর, মহিলা কাউন্সিলর ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর