আসন্ন বাউফল পৌরসভা নির্বাচন উপলক্ষে বাউফল পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভায় ইব্রাহিম ফারুক একক প্রার্থী হিসেবে তৃণমূলের সুপারিশ পেয়েছেন। আজ সোমবার বেলা ১১টায় উপজেলা আ.লীগ কার্যালয় জনতা ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় উপজেলা আওয়ামী লীগের বিশেষ জরুরী সভায় পৌর আওয়ামী লীগের তৃণমূলের সিদ্ধান্তকে সমর্থন করে ইব্রাহিম ফারুকের পক্ষে সুপারিশ করা হবে বলে সূত্র নিশ্চিত করেছে।
সূত্রে জানা গেছে, তফসিল অনুযায়ী আগামী ৩১শে জানুয়ারি বাউফল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ ধার্য রয়েছে। পৌরসভায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর বাছাইয়ের জন্য পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুকের সভাপতিত্বে বার্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজ। এ ছাড়াও আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও সাধারন সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ