বাগেরহাটের শরণখোলা উপজেলায় ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে সিয়াম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি খেলা করতে করতে বাড়ির সামনের সড়কে উঠে গেলে একটি ইজিবাইক তাকে চাপা দেয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার দুপুরে খোন্তাকাটা ইউনিয়নের বিধানসাগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই চালক ইজিবাইক ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ইজিবাইকটি আটক করে। নিহত সিয়াম ওই গ্রামের কৃষক মোশারেফ হোসেন হাওলাদারের ছেলে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, শিশুটির লাশ পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম