সরকারি সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের ছাত্রী আরিফা আহমেদ অনন্যা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার শহরের ক্লাব রোডে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে।
মানবন্ধনে বক্তব্য রাখেন আরিফার দাদা আবু হোসেন, বোন কানিজ ফাতিমা সোনিয়া, সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের আব্দুল্লাহ আল যুবাইর, মাহমুদুল হাসান ফয়সাল, সাদিয়া আফরিন রুমী, আবিদ হাসান অমি, লিমন শিকদার, ইমন শেখ, জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এসময় বক্তরা আরিফার মৃত্যুর জন্য তার শ্বশুর বাড়ির লোকদের দায়ী করেন। তারা বলেন, শ্বশুর বাড়ির লোকজন তাকে নির্যাতন করে মেরে ফেলেছে। তাই তারা এক এক সময় এক এক রকম কথা বলে।
মানববন্ধন শেষে টাউন ক্লাব থেকে একটি বিক্ষোভ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সোহরাওয়ার্দী কলেজে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এএ