ভাঙ্গায় দুই ছিনতাইকারীকে আটক করেছে জনতা। পরে দুই জনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। ছিনতাইয়ের অভিযোগে আটককৃত দুই ব্যক্তি হল- ফরিদগঞ্জের কেরবাচর গ্রামের তুহিন গাজী (২৬) ও সাভার উপজেলার ডগরমুড়া মহল্লার সাইফুল ইসলাম (২১)।
এ ব্যাপারে পিকআপ মালিক জাহিদুল ইসলাম বাদী হয়ে ভাঙ্গা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন। পুলিশ আটককৃত দুই ব্যক্তিকে জেলহাজতে প্রেরণ করেছেন।
পিকআপ চালক জাহিদুল ইসলাম বলেন, ভাঙ্গার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী নামক এলাকায় ছিনতাইকারীরা মাইক্রো বাস দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পিকআপটি থামিয়ে দেয়। এরপর সাড়ে তিন হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা তাহসিনুর রহমান জানান, দুই ছিনতাইকারীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মাইক্রো বাস আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম