নোয়াখালী সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নে পরাজিত মেম্বার প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে বিজয়ী মেম্বার ও তার সমর্থকদের তিনটি বাড়িতে হামলা ভাংচুরের অভিযোগ উঠেছে। রবিবার রাতে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কাদিরহানিফ গ্রামে এ হামলা ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজয়ী মেম্বার আবদুর রবের অভিযোগ, ভোটের দিন দুপুর দুইটার দিকে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে ভোট কেন্দ্র থেকে বের করে দেয় প্রতিদ্বন্দ্বি মেম্বার প্রার্থী আবুল হাশেম মাসুদ ও তার লোকজন। তিনি বলেন, ‘সন্ধ্যা ৭টার দেকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা পর আবুল হাশেম মাসুদের অনুসারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমার বাড়ি এবং আমার অপর তিন সমর্থক সহিদ উল্লা, জাকিয়া খাতুন, সকিনা খাতুন ও ধনুর বাড়িতে হামলা ভাংচুর চালায়। এ সময় তারা ককটেল ফাটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। ঘটনার সময় আমি পুলিশে খবর দিলে টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যায়।
হামলায় ক্ষতিগ্রস্ত সহিদ উল্লা বলেন, মেম্বার প্রার্থী আবুল হাশেম মাসুদ নির্বাচনে পরাজিত হয়ে আমরা তাকে ভোট দেইনি অভিযোগ করে আমাদের বাড়িঘরে ভাংচুর করে। তারা আমার ঘরের দরজা জানালা এবং ঘরের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে।’
ঘটনায় জড়িতদের আইনের অওতায় আনার পাশাপাশি হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ দাবি করেন বিজয়ী মেম্বার আবদুর রব। এ ব্যাপারে পরাজিত মেম্বর প্রার্থী আবুল হাশেম মাসুদের বক্তব্য নেয়ার জন্য তাকে পাওয়া যায়নি।
সুধারাম মডেল থানার ওসি সাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন