ফরিদপুরের বোয়ালমারী উপেজেলার চতুল ইউনিয়নের পোয়াইল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা কৃষক মো. কওছার শেখ (৫৫)বিজয় মিছিলে এসে সোমবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি ওই গ্রামের মো. মাজেদ শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত রবিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চতুল ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন চশমা প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুহাম্মদ রফিকুল ইসলাম। কওছার শেখ চশমা প্রতীকের সমর্থক ছিলেন। সোমবার বেলা সাড়ে ১১টায় ওই গ্রামে চশমা প্রতীকের সমর্থনে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলে যোগ দিতে এসে শারীরিক অসুস্থতা অনুভব করেন কওছার শেখ। সেখান থেকে দ্রুত তাঁকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. অংকন দেবনাথ জানান, হাসপাতালে আনার আগেই কওছার শেখের মৃত্যু হয়েছে। হার্ট অ্যাটাকজনিত কারণে তাঁর মৃত্যু হয়।
বিজয়ী চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, কওছার শেখ আমার সমর্থক ছিলেন। তাঁর এমন অস্বাভাবিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন