ময়মনসিংহের ফুলপুরে পুনরায় বিআরটিসি বাস চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় ফুলপুরবাসীর পক্ষ থেকে ছাত্রসমাজ ও বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন কলেজ ছাত্র মো. একরামুল হক জিহাদ, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান পান্না, সাংবাদিক আব্দুল মান্নান, হেল্ডস ওপেন স্কাউট গ্রুপের সদস্য সাখাওয়াত উল্লাহ, পৌর কাউন্সিলর তাসনোভা নাছরিন নিশু, শিপন, সিয়াম, ফুলপুর সরকারি কলেজের ছাত্র রাকিব প্রমুখ। সবশেষে এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি পেশ করা হয়।
বিডি প্রতিদিন/এএ