টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সরকারি শিশু (বালিকা) পরিবার প্রাঙ্গণে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি জাফর আলী খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাস চন্দ্র সাহা, শ্রম বিষয়ক সম্পাদক সরদার আজাদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সাজিদ খান প্রমুখ।
সরকারি শিশু পরিবার বালিকা ছাড়াও যুবলীগের উদ্যোগে পৌরসভার বিভিন্ন এলাকার ছিন্নমুল শিশুদের মধ্যে সহস্রাধিক কম্বল বিতরণ করা হয়। এ সময় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশীদ মামুনসহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ