মাগুরা সদর উপজেলার বেরইর পলিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক রাজাসহ পরিষদের অন্যান্য সদস্যদের গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসি। বুধবার সকালে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, কুচিয়ামোড়া ইউনিয়ন পরিরষদ চেয়ারম্যান জাহিদুর রহমান টিপু, জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম, শত্রুজিৎতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুন্সি ওসমান গণি, পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী, নোহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোয়েবুর রহমান তোরাপ, রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাখারুল ইসলাম শাকিল।
উপস্থিত চেয়ারম্যানরা তাদের বক্তব্যে ভোট দিয়ে বিজয়ী করার জন্যে এলকাবাসির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আগামী ৫ বছর তাদের নাগরিক অধিকার ও সুবিধা বস্তবায়নের অঙ্গীকার করেন।
বিডি প্রতিদিন/এএ