দু-্একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ১৫টি ইউনিয়নে হেরেছে আওয়ামী লীগের প্রার্থী।
চুনারুঘাটের ১০টি ইউনিয়নের মাত্র ৪টিতে নৌকা প্রার্থীরা জয়ী হয়েছেন। আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন ৩টিতে।আর ৩টিতে স্বতন্ত্র (২টি বিএনপি ও একটি জামায়াত) প্রার্থী জয়ী হয়েছেন।
নির্বাচিতরা হলেন ১নং গাজীপুর ইউনিয়নে বিএনপি মক্কার জেদ্দা নগর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী (মোটরসাইকেল), ২নং আহম্মদাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী জাকির হোসেন পলাশ (ঘোড়া), ৩নং দেওরগাছ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. মহিতুর রহমান রোমন ফরাজি (চশমা), ৪নং পাইকপাড়ায় আওয়ামী লীগ দলীয় মো. ওয়াহেদ আলী মাস্টার (নৌকা), ৫নং শানখলা ইউনিয়নে জামায়াত সমর্থিত অ্যাডভোকেট নজরুল ইসলাম (ঘোড়া), ৬নং চুনারুঘাট সদর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী মাহবুবুর রহমান চৌধুরী (আনারস), ৭নং উবহাটা ইউনিয়নে স্বতন্ত্র বিএনপি নেতা এজাজ ঠাকুর চৌধুরী (আনারস), ৮নং সাটিয়াজুরী আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবদালুর রহমান (নৌকা), ৯নং রাণীগাও ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় মোস্তাফিজুর রহমান রিপন (নৌকা), ১০নং মিরাশি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় মানিক সরকার (নৌকা)। রাতের বিজয়ীদের নাম ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।
অপরদিকে মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ২টিতে নৌকার প্রার্থী জয়ী হয়েছেন। তবে এ উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর মধ্যে বিএনপি নেতাদের জয়জয়কার। ৪টি ইউনিয়নে বিএনপির নেতারা জয়ী হন। ২টিতে নৌকা, ১টিতে আওয়ামী লীগ বিদ্রোহী এবং ১টিতে অপর স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে।
নির্বাচিতরা হলেন ১নং ধর্মঘর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী মো. ফারুক আহম্মদ পারুল (আনারস), ২নং চৌমুহনী ইউনিয়নে স্বতন্ত্র বিএনপির মাহবুবুর রহমান সোহাগ (ঘোড়া), ৩নং বহরা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. আলাউদ্দিন (নৌকা), ৪নং আদাঐর ইউনিয়নে স্বতন্ত্র মীর খুরশেদ আলম (চশমা), ৫নং আন্দিউড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. আতিকুর রহমান (নৌকা), ৬নং শাহজাহানপুর ইউনিয়নে স্বতন্ত্র বিএনপির পারভেজ হোসেন চৌধুরী (চশমা), ৭নং জগদীশপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. মাসুদ খাঁন (অটোরিকশা), ৮নং বুল্লা ইউনিয়নে স্বতন্ত্র মো. মিজানুর রহমান (আনারস), ৯নং নোয়াপাড়া ইউনিয়নে স্বতন্ত্র বিএনপির এস.এম আতাউল মোস্তফা সোহেল (আনারস), ১০ নং ছাতিয়াইন ইউনিয়নে স্বতন্ত্র বিএনপি’র মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ (ঘোড়া) ও ১১নং বাঘাসুরা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী শাহাবউদ্দিন আহমেদ (ঘোড়া)।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ