১৬ জানুয়ারি, ২০২২ ১৪:০৫

কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির নির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির নির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা

কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির নবনির্বাচিত কমিটির সদস্যদেরকে সংবর্ধনা দিয়েছে ভোরের আলো সাহিত্য আসর। শনিবার সন্ধ্যায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমান। ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পাবলিক লাইব্রেরির প্রাক্তন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন ফারুকী, নবনির্বাচিত সম্পাদক মু. আব্দুল লতিফ, সহসভাপতি এডভোকেট শেখ এ কে এম নূরুন্নবী বাদল ও এডভোকেট আইয়ুব বিন হায়দার, নোয়াখালী জেলা বিআরডিবির পরিচালক হাফিজুর রহমান, ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি আজিজুর রহমান, সাংবাদিক আহমাদ ফরিদ, সাইফউদ্দীন আহমেদ লেনিন, অধ্যাপক ফজলুর রহমান দুলাল, সামিউল হক মোল্লা, ফৌজিয়া জলিল ন্যান্সী, লুৎফুন্নেছা চিনু, আমিনুল হক সাদী প্রমুখ।

অনুষ্ঠানে জেলা পাবলিক লাইব্রেরির নবনির্বাচিত কমিটির ১৫ সদস্যের প্রত্যেককে ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনাপ্রাপ্তরা হলেন কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, সহসভাপতি এডভোকেট শেখ এ কে এম নূরুন্নবী বাদল ও এডভোকেট আইয়ুব বিন হায়দার, সাধারণ সম্পাদক মু. আব্দুল লতিফ, সহ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন ও এডভোকেট শেখ ফারুক আহম্মদ, কোষাধ্যক্ষ সাইফউদ্দীন আহমেদ লেনিন, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক ফজলুর রহমান দুলাল, দপ্তর সম্পাদক এনামুল হক কামরুল, কার্যকরী সদস্য সামিউল হক মোল্লা, নিজামুদ্দিন শাহীন, এডভোকেট আব্দুর রাশিদ ভূঁইয়া, এডভোকেট লুৎফর রাশিদ রানা, সংরক্ষিত নারী সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সী ও লুৎফুন্নেছা চিনু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজা।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর