১৬ জানুয়ারি, ২০২২ ১৪:৩৫
নোয়াখালী পৌরসভা নির্বাচন

ফিঙ্গারপ্রিন্ট একজনের, বাটন চাপছেন আরেকজন

মির্জা মেহেদী তমাল, নোয়াখালী থেকে

ফিঙ্গারপ্রিন্ট একজনের, বাটন চাপছেন আরেকজন

নোয়াখালী পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্রের বুথে টোকেন মিলিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া ভোটারের বাটন চেপে দিচ্ছেন আরেকজন। এমন অভিযোগ স্বতন্ত্র প্রার্থীদের এজেন্টদের। রবিবার নোয়াখালী পৌর নির্বাচনের ভোট গ্রহনের কয়েকটি কেন্দ্রের স্বতন্ত্র প্রার্থীদের এজেন্টরা এসব অভিযোগ করেন।

বেলা ১২টার দিকে মাইজদী পাবলিক কলেজ কেন্দ্রে মোবাইল প্রতীকের লুৎফর হায়দার লেনিনের এজেন্ট ইমাম হোসেন অভিযোগ করে বলেন, কেন্দ্রের বুথে প্রবেশ করলে তাকে বের করে দেয়া হয়। ভোটাররা কেন্দ্রে প্রবেশ করার পর ফিঙ্গার মিললেও ভোট দিতে পারছে না। নৌকা প্রতীকের এজেন্টরা বাটন চেপে ভোট দিচ্ছেন।

৪ নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্রে মোবাইল ও কম্পিউটার প্রতীকের এজেন্ট বের করে দেয়া হয়েছে। কম্পিউটার প্রতীকের এজেন্ট মাকসুদুর রহমান রনি বলেন, পাশের মহিলা কেন্দ্র আল ফারুক স্কুলেও একই অবস্থা। বুথের ভেতরে থাকা সবাই নৌকা প্রতীকের হয়ে কাজ করছে। পুলিশ, আনসার সবার সহযোগিতায় চলছে ভোট কারচুপি।

একই ভাবে হরিরামপুর কেন্দ্র,  আলিয়া মাদ্রাসা কেন্দ্রসহ আরও অন্তত ১০টি কেন্দ্রে বুথ দখলের অভিযোগ পাওয়া গেছে।  

আল ফারুক স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আলাউদ্দিন বলেন, অভিযোগ অসত্য। যার ভোট সে দিচ্ছে। ফিঙ্গার না মিললে ভোট দিতে দেয়া হচ্ছে না।

তবারক হোসেন নামের এক ভোটার জানান, সকাল থেকে ৪ ঘণ্টা অপেক্ষা করেও তিনি ভোট দিতে পারেননি। ভীষণ ধীরগতিতে চলছে ভোটগ্রহণ।

অরুণ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন মোবাইল ফোন প্রতীকে লুৎফুল হায়দার।

এদিকে আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পৌরসভার বর্তমান মেয়র সহিদ উল্যাহ খান সোহেল বলেন, এমন অভিযোগ অমূলক। উৎসবমুখর পরিবেশে ভোটাররা কেন্দ্রে এসেছেন। ভোটাররা নৌকাতেই ভোট দিবে এবং নৌকা বিপুল পরিমাণ ভোটে জয়ী হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর