১৬ জানুয়ারি, ২০২২ ২২:১৫

রংপুর বিভাগীয় সদর দপ্তরের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুর বিভাগীয় সদর দপ্তরের উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর বিভাগীয় সদর দপ্তরের উদ্বোধনকালে বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশের মানুষের উন্নয়ন হয়। এক সময়ের মঙ্গাপীড়িত উত্তরাঞ্চল বর্তমান সরকারের যুগপোযোগি পদক্ষেপের কারণে খাদ্যে উদ্বৃত্ত অঞ্চলে পরিণত হয়েছে। 

ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী আজ রংপুর নগরীর উত্তম হাজীরহাট মহাসড়ক সংলগ্ন রংপুর বিভাগীয় সদর দপ্তর উদ্বোধন করেন। 

১৫ একর জমির উপর নির্মিত দেশের প্রথম অত্যাধুনিক দশতলা বিশিষ্ট রংপুর বিভাগীয় সদর দপ্তর কার্যালয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রংপুর প্রান্তে বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভুঞা বিভাগীয় সদর দপ্তরের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন। 

এ সময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবী মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রংপুরে বিশ্ববিদ্যালয়, মেরিন একাডেমি, মেট্রোপলিটন পুলিশ, উপজেলাগুলোতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, তিস্তা সেতুসহ নানা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর