১৭ জানুয়ারি, ২০২২ ১৮:৩০

ফুলপুরে রোডস অ্যান্ড হাইওয়ের উচ্ছেদ অভিযান

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে রোডস অ্যান্ড হাইওয়ের উচ্ছেদ অভিযান

ময়মনসিংহের ফুলপুরে রোডস অ্যান্ড হাইওয়ের জায়গা বেদখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি। এসময় রোডস অ্যান্ড হাইওয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী আজিজুল হক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ ফুলপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন। ফুলপুর কোর্ট ভবন এলাকা থেকে শুরু করে দিউ বালিয়া মোড় পর্যন্ত উভয় পাশে ওই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, ১০ জানুয়ারি আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বাসস্ট্যান্ড এলাকার অবৈধ স্থাপনা ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তের আলোকে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার ওইদিনই সরেজমিন গিয়ে মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সময় বেঁধে দেন। নির্দিষ্ট তারিখে অবৈধ স্থাপনা না সরানোর কারণে আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এর ফলে বাসস্ট্যান্ডেন যানজট কমবে ও নান্দনিক পরিবেশের অবতারণা হবে বলে সুধীমহল মনে করেন। তবে সুশীল সমাজের পক্ষ থেকে উচ্ছেদ হওয়া ফুটপাথের ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ারও যথাযথ কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর