২১ জানুয়ারি, ২০২২ ২০:২০

কালিয়াকৈর মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা

কালিয়াকৈর প্রতিনিধি

কালিয়াকৈর মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। নিষিদ্ধ থাকা সত্ত্বেও মহাসড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে বিপদজনক এসকল অটোরিকশা।

এলাকাবাসী সূত্রে গেছে, শত শত ব্যাটারি চালিত রিকশা-অটোরিকশা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচল করছে। সড়কে এ সকল রিকশা ও অটোরিকশাগুলো জটলা করে মহাসড়ক দখলে সৃষ্টি হচ্ছে যানজটের। এমনকি এসব অটোরিকশা উল্টো পথেও চলে। 

মহাসড়কে তিন চাকার এসব ব্যাটারি চালিত রিকশা-অটোরিকশা চলাচলের কারণে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে প্রাণহানিসহ আহতের ঘটনা ঘটছে হরহামেশায়। অনেকে পঙ্গুত্ববরণ করে অতি কষ্টে দিনাতিপাত করছেন। 

ব্যাটারি চালিত এক রিকশা চালক সফিকুল ইসলাম জানান, সকাল হলেই রিকশা নিয়ে মহাসড়কে বের হতে হয়। তবে মাঝে মধ্যে হাইওয়ে পুলিশ ধরে ফেলে। তখন বাধ্য হয়েই টাকা দিয়ে ছাড়াতে হয়।

গোড়াই হাইওয়ে পুলিশের ওসি আজিজুল হক জানান, আমরা প্রতিনিয়ত অটো রিকশা অভিযান চালিয়ে আটক করেছি, মামলা দিচ্ছি। আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে।


বিডি প্রতিদিন/হিমেল    

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর