২৪ জানুয়ারি, ২০২২ ২২:০৮

‌‘ইভটিজিং’য়ের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৫ যুবককে গণধোলাই

মুন্সীগঞ্জ প্রতিনিধি

 ‌‘ইভটিজিং’য়ের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৫ যুবককে গণধোলাই

গণধোলাইয়ে আহত শহর ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সিফাত সরকার

মুন্সীগঞ্জে এক গৃহবূধকে ইভটিজিংয়ের অভিযোগে উত্তেজিত জনতার গণধোলাই খেলেন শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিফাত সরকারসহ ৫ যুবক। সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের আধারা ইউনিয়নের বকুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। এসময় গণধোলাইয়ে আহত হন মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিফাত সরকার (২৪), তার সহযোগী মো. রিফাত (২২),শাওয়ন (২৩), নাঈম হাসান (২৩) ও মুন্না (২৪)। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইভটিজারদের বহনকারী মোটরসাইকেলও ভাঙচুর করেছেন উত্তেজিত জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭ টার দিকে শহর ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সিফাত সরকার তার সহযোগীদের নিয়ে ৮টি মোটরসাইকেযোগে যাচ্ছিলেন। তখন এক গৃহবধূকে অশানিল ভাষায় ইভটিজিং করেন সিফাত ও তার সহযোগীরা। এসময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা ক্ষিপ্ত হন। তারা ইভটিজারদের প্রধান ছাত্রলীগ নেতা সিফাতসহ ওই ৫ জনকে গণধোলাই দেন। এরপর তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান তারাই। তাদের বাহনকারী মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার পর থেকে সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। 

তবে ইভটিজিং নয় পূর্বশত্রুতার জেরে এই হামলা ও মারধর হয়েছে বলে দাবি করেছেন অভিুযুক্ত ছাত্রলীগ নেতা সিফাত।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘ঘটনার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর