২৬ জানুয়ারি, ২০২২ ২১:১৪

বগুড়ায় ২ কোচিং সেন্টারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় ২ কোচিং সেন্টারকে জরিমানা

করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান করায় বগুড়ায় দুই কোচিং সেন্টারকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে শহরের উপশহর এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা জানান, সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান পরিচালনার অপরাধে সংক্রামক রোগ আইনে উপশহরের টিউলিপ কোচিং সেন্টারকে ৫ হাজার এবং ক্রিয়েটিভ কোচিং সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযান পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর