২৭ জানুয়ারি, ২০২২ ১৯:৩৪

রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

মাদারীপুর প্রতিনিধি

রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

রেজাউল করিম শাহীন চৌধুরী

মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম শাহীন চৌধুরী ৬০ হাজার ৫৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাজী মহসিন মিয়া আনারস প্রতীকে ২৭ হাজার ৫১৫ ভোট পেয়েছেন।

গত ২০২১ সালের ১৩ জুলাই রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়া মৃত্যুবরণ করেন। এরপরই ডিসেম্বর মাসে উপ-নির্বাচনের ঘোষণা দেন নির্বাচন কমিশন।

শূন্য পদে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উপজেলার ১১টি ইউনিয়নের ৬৪ টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ২১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৫৯৯ এবং নারী ভোটার ৮৮ হাজার ৫৯৯ জন। নির্বাচনে ৮৯ হাজার ২০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান বেসরকারিভাবে রেজাউল করিম শাহীন চৌধুরীকে বিজয়ী ঘোষণা করেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর