২৮ জানুয়ারি, ২০২২ ১৬:৪০

অটোচালক মোশারফ হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি:

অটোচালক মোশারফ হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

অটোরিকশাচালক মোশারফ হত্যায় জড়িতদের শাস্তি ও নিরপরাধ ব্যক্তিদেরকে মামলা থেকে অব্যাহতি প্রদানের দাবিতে কিশোরগঞ্জের হোসেনপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

শুক্রবার বেলা ১১টার দিকে গোবিন্দপুর চৌরাস্তা এলাকায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করে স্থানীয় এলাকাবাসী ও অটো শ্রমিক অধিকার রক্ষা কমিটি।

মানববন্ধন থেকে বক্তারা মোশারফ হত্যা মামলায় দ্রুত সময়ের মধ্যে তিন আসামিকে গ্রেফতার করায় ময়মনসিংহের গোয়েন্দা পুলিশকে ধন্যবাদ জানান। তারা প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং নিরপরাধ যাদেরকে আসামি করা হয়েছে, তাদেরকে মামলা থেকে অব্যাহতি প্রদানের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক ও অটো শ্রমিক অধিকার রক্ষা কমিটির নেতা আলাল মিয়া, এবায়দুল ইসলাম, আবুল কাশেম, মানিক মিয়া প্রমুখ।

উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর রাতে হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের অটোচালক মোশারফকে দুর্বৃত্তরা পার্শবর্তী নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বালুয়া পুকুরপাড় এলাকায় হত্যা করে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর