কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার উড়শিউড়া এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে মো. জামাল হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
নিহত জামাল হোসেন ঢাকার কচুক্ষেত এলাকার বাসিন্দা। আহতরা হলেন আখাউড়া তারাগনের বাসিন্দা সিএনজি চালক সিদ্দিক মিয়া (৪৫), ঢাকা কচুক্ষেতের মুহাম্মদ আল-আমীন (৩৭) ও নবীনগরের রাধানগরের ইয়াসিন মিয়া (২৮)।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিডি প্রতিদিন/এএম