ভাষা আন্দোলনের মহান শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছিল। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশার নেতৃত্বে জেলা বিএনপি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বঙ্গবন্ধু পরিষদ, সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে একুশের প্রথম প্রহরে বগুড়া শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসক মো. জিয়াউল হক ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবতীর্র নেতৃত্বে জেলা পুলিশ, জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেনের নেতৃত্বে জেলা পরিষদ, বগুড়া পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা পরিষদ, বগুড়া চেম্বার অফ কমার্স, এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, বামমা, জেলা জাতীয় পার্টি, বগুড়া প্রেসক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান।
দিবসটিতে বগুড়ায় দিনভর আলোচনাসভা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা আর সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচি শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শহীদ খোকন পার্ক চত্বরে ৯ দিনব্যাপী একুশের বইমেলা শুরু হয়েছে। ২০ ফেব্রুয়ারি বিকেলে বগুড়া প্রেস ক্লাবের উদ্যোগে শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করেন বগুড়া-৫ ( শেরপুর-ধুনট)আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান।
বিডি প্রতিদিন/এএ