বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দুই দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
রবিবার দিনগত রাতে উপজেলা পরিষদ প্রাঙণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার ও পৌর শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন শেরপুর-ধুনট আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান। পরে একে একে উপজেলা প্রশাসন, শেরপুর থানা, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কমিউনিস্ট পার্টি, শেরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া সোমবার সকালে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি হাবিবর রহমান ছাড়াও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনা খাতুন, রিসোর্স সেন্টারের প্রধান কর্মকর্তা সাইদুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
এদিকে সকালে দিনটি উপলক্ষে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও জাতীয় ও সাংগঠনিক পতাকা অর্ধনমিতকরণ কর্মসূচির মাধ্যমে কর্মসূচি করা শুরু হয়। এরপর কালোব্যাচ ধারণ শেষে অনুষ্ঠিত আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের নেতারা। পরে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন দলের উপজেলা কমিটির সহ-সভাপতি আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু।
বিডি প্রতিদিন/এএম