শিরোনাম
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার
- ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক
- কানাডায় বাঙালি সংস্কৃতিকে তুলে ধরে চলছে শারদীয় দুর্গোৎসব
- বিসিবি নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নিলেন তামিম
- প্রতিযোগিতায় টিকে থাকতে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন জরুরি
- খুলনায় জানালার ফাঁক দিয়ে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা
- ক্যান্সার আক্রান্ত শিশুদের আর্থিক অনুদান ও শিক্ষাবৃত্তি প্রদান
- টানা ছুটিতে চালু হয়েছে বিশেষ ট্রেন, চলবে ৪ অক্টোবর পর্যন্ত
- নেকির ভাণ্ডার ধ্বংসকারী নীরব ঘাতক গিবত
- ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬৯
- ৫ আগস্টের পর দেশে চাঁদাবাজি বেড়েছে
- সংকটে বেসামাল পোশাক খাত
- সারাদিন দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির আভাস
- যুক্তরাষ্ট্রের ১৩ কোম্পানির ওপর হুতি বিদ্রোহীদের নিষেধাজ্ঞা
- বন্দরে বর্ধিত মাশুল ১৫ অক্টোবর থেকে কার্যকর
- টেকনাফে গহীন পাহাড় থেকে ৮ নারী-শিশু উদ্ধার
- পীরগাছায় ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত
- রাজধানীতে রাতভর বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা
- শাহজালাল বিমানবন্দর থেকে ৯২৫ কচ্ছপ উদ্ধার
- ৪৯তম বিসিএস: আইনশৃঙ্খলা রক্ষায় থাকবে ১৯৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট
যৌতুক মামলায় পুলিশ কর্মকর্তার কারাদণ্ড
লালমনিরহাট প্রতিনিধি
অনলাইন ভার্সন

লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আব্দুল আখেরকে দুই বছরের সাজা দিয়েছেন। নগদ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সাজা প্রদান করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধায় জেলার সিআইডির দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।
এর আগে বুধবার বিকালে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোর্শেদ তারেক সিদ্দিকী আসামী রংপুর সিআইডি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আখেরের উপস্থিতিতে দুই বছরের সাজা ও নগদ ৫ হাজার টাকা অনাদায়ে আরও ৫ বছরের সাজা প্রদানের এই রায় ঘোষনা করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক মোর্শেদ তারেক সিদ্দিকী।
জানা গেছে, ২০১৫ সালের ১৭ই এপ্রিল লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের কর্ণপুর এলাকার আকবর ঈমামের মেয়ে শারমিন আক্তারের সঙ্গে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ আজমাতা এলাকার নুরুল ইসলামের ছেলে আব্দুল আখেরের শুভবিবাহ হয়। যৌতুক দাবী করে শারমিন আক্তারকে শারীরিক ও মানষিক নির্যাতন করলে একই বছরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশী পিটিশন মামলা দায়ের করেন শারমিন।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালে নালিশী পিটিশন মামলাটি দায়ের করে আখের আলীর স্ত্রী মোছাঃ শারমিন আক্তার। নারী ও শিশু নির্যাতন আইনের ১১(গ) ধারার বিষয়ে মামলার দীর্ঘ শুনানি শেষে বুধবার বিকালে এই রায় ঘোষণার মধ্যদিয়ে মামলাটির নিষ্পত্তি হলো।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজু বলেন, বিজ্ঞ আদালত উভয়ের পক্ষের স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামী আব্দুল আখেরকে দুই বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড প্রদান করেছেন। আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর