গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ছয়জনের প্রতীকী গণ ফাঁসির রায় কার্যকর করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই প্রতীকী গণ ফাঁসি কার্যকর করা হয়।
ফাঁসির রায় কার্যকর করতে জল্লাদের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ত্রিপলি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র হাসান হৃদয়। আর বিচারক হিসেবে ৬ ধর্ষকের ফাঁসির রায় ঘোষণা করেন বিজিই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শেখ ফাহিম।
পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ফাঁসির দড়ি নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। এ সময় বিপুল সংখ্যক আন্দোলনরত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ছয়জন অভিযুক্তকে গ্রেফতার করে র্যাব।
বিডি প্রতিদিন/এমআই