গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে "দলবদ্ধ ধর্ষণের" প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন করেছে বশেমুরবিপ্রবি-র শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।
রবিবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে দাড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষক কারো আপন হতে পারে না। তাদের একটি মাত্র পরিচয় সে ধর্ষক। যারা ধর্ষণের মতো ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের মৃত্যুদণ্ডের দাবি জানান তারা। মানববন্ধন চলাকালে বিশ্বদ্যিালয়ের শিক্ষক ফায়েকুজ্জামান, তাপস বালা, কর্মকর্তা সাইফুল্লাহ রাজু, তরিকুল ইসলাম এবং শিক্ষার্থী কারিমুল হক ও শেখ তারেক বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন