খাগড়াছড়িতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। সোমবার খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শহরে শোভাযাত্রা বের করা হয়। পরে টাউন হলের চেতনা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপু), পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, উপদেষ্টা মো. জাহেদুল আলম, আওয়ামী লীগ নেতা নীলোৎফল খীসা ও আব্দুল জব্বার প্রমুখ।
শোভাযাত্রা ও আলোচনা সভায় জেলা উপজেলাসহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেয়।
বিডি প্রতিদিন/এমআই