মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ধূমপান ও মাদক বিরোধী উন্মুক্ত মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাদকবিরোধী উন্মুক্ত মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি দিনাজপুরের জাতীয় উদ্যান রামসাগর থেকে উদ্বোধন করা হয়।
রামসাগর থেকে দৌড় শুরু হয়ে দিনাজপুর গোর-এ-শহীদ বড় মাঠে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। এই মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রায় সাড়ে ৩০০ প্রতিযোগি অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ১৫ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে ১০ হাজার এবং তৃতীয় স্থান অধিকারীকে ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
শনিবার জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর আয়োজনে ধূমপান ও মাদক বিরোধী উন্মুক্ত মিনি ম্যারাথন এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জয়নুল আবেদীন, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা-আল-মুঈদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম