‘পুলিশ সর্বদা জনগণের সেবায় নিয়োজিত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে টেকনাফ মডেল থানায় আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে থানার প্রাঙ্গণে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে উপ-পরিদর্শক আব্দুল বাতেনের সঞ্চালনায় ওপেন হাউজ ডে-এর আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।
জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘সমাজের অধিপতি হোক, রাজনীতিবিদ হোক, মাদক ব্যবসায়ী বা মাদক সেবনকারী, মদদদাতা ও চোরাকারবারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি যে দলেরই হোক, মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। হয় মাদক ব্যবসা ছাড়ুন, না হয় এলাকা ছাড়ুন।’
তিনি বলেন, ‘মাদকাসক্তি যুবসমাজকে ধ্বংস করে দেয়। ক্ষতি করে পরিবার, সমাজ ও রাষ্ট্রের। এতে আসক্ত হওয়া যত সহজ, ছেড়ে দেওয়া তার চেয়েও বেশি কঠিন। সবাই সহযোগিতা করলে আমরা টেকনাফকে মাদকমুক্ত ঘোষণা করতে পারব।’ সামাজিকভাবেও মাদক ব্যবসায়ীদের ভয়কট করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া -টেকনাফ) সার্কেল শাকিল আহমদ, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, পৌরসভার মেয়র হাজী মো. ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাস্টার জাহেদ হোসেন, সহ-সভাপতি জহির হোসেন এম এ, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সাইফুদ্দিন খালেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহারদুর ,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নজরুল ইসলাম খোকন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, বাহাড়ছাড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন।
এসময় উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম, পুলিশ পরিদর্শক (অপারেশন) খোরশেদ আলম, সকল পুলিশ কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিংয়ের নেতৃন্দ ও মিডিয়াকর্মীরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের মতামত তুলে ধরেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ