কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ফুলপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণ করেছে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ শনিবার রাত ৮টার দিকে ওই কর্মসূচি পালন করা হয়। এসময় বিভিন্ন বাজারে পথসমাবেশ করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপি'র সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. আমিনুল হক প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল