পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে রত্না পারভিন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পাবনার সুজানগর উপজেলার কাচরী গ্রামের মাসুদ রানার স্ত্রী। ঈশ্বরদী জংশন স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা পারবতীপুরগামী রকেট ট্রেনের নিচে কাটা পড়ে রত্না পারভিনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্টেশনে থাকা যাত্রীরা রেলওয়ে থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি পুলিশের পরিদর্শক (ওসি) গোপাল কর্মকার জানান, খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করি। পরিবারের কোনো অভিযোগ না থাকলে লাশ হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এএম