বাগেরহাটে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে স্কুলফিডিং কার্যক্রম বাড়ানোর ইতিবাচক প্রভাব ও শিশু শ্রম নিরসনে করণীয় বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে গ্লোবাল মার্চের সহায়তায় ইনসিডিন বাংলাদেশ ও উদয়ন বাংলাদেশের অর্থায়নে উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে।
বাগেরহাট শহরে উদয়ন বাংলাদেশের কনফারেন্স রুমে সংগঠনটির সভাপতি কাকলি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মাদ শাহ আলম, নইনসিডিন বাংলাদেশের গ্রোগ্রাম অফিসার রফিকুল আলম, জেলা শিশু কর্মকর্তা আসাদুর রহমান, ব্র্যাক বাংলাদেশের জেলা সমন্বয়কারী ইদ্রিস আলম, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ইসরাত জাহানসহ বাগেরহাটের বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিডি প্রতিদিন/এমআই