ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে গঠিত হালুয়াঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে হালুয়াঘাট প্রেসক্লাবে কার্যালয়ে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাহ্ আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ‘উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের’ সভাপতি আলহাজ্জ এম সুরুজ মিয়া।
এাছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ওয়ারিছ উদ্দিন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সদস্য তোফায়েল আহমেদ বিপ্লব, মো. ছামাদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. ইউনুস আলী খান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জোটন চন্দ্র।
বিডি প্রতিদিন/নাজমুল