গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে মুকসুদপুর থানা পুলিশ।
সোমবার সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষকমন্ডলীর উপস্থিতিতে ছাত্র ছাত্রীদের নিয়ে মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া মতবিনিময় সভা করেন।
সভায় বক্তব্য রাখেন সরকারি মুকসুদপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. কবির উদ্দিন আহমেদ, প্রভাষক মোঃ আরিফুল ইসলাম, ফিরোজ মাহমুদ, মাহবুব হাসান বাবর, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান প্রমুখ।
মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া জানান, মাদক, বাল্যবিবাহ ও যৌতুক, ইভটিজিং, গুজব, কিশোর গ্যাং, মোবাইল ফোনের অপব্যবহার সহ সমসাময়িক বিষয়াদি নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ এবং তাদের যাপিত জীবন সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যেই মতবিনিময় সভা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন