পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দুর্যোগ মোকাবিলায় সচেতনতা সৃষ্টিতে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার চাকামইয়া ইউনিয়নের উত্তর-পূর্ব আনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এটি অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সিপিপি এই মহড়ার আয়োজন করে। এতে ওই এলাকার স্বেচ্ছাসেবক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মাঠ মহড়ার শুরুতে সিপিপি উপজেলা টিম লিডার আব্দুল মোতালেব হাওলাদারে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া সিপিপির সহকারী পরিচালক মো. আছাদুজ্জামান খান।
এছাড়া উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী আমতলী উপজেলা সিপিপি সহকারী পরিচালক কে এম মাহতাবুক বারী, বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রকল্প ম্যানেজার মো. শাকিল আহম্মেদ প্রমুখ। মাঠ মহড়ায় অংশগ্রহণকারী সিপিপি স্বেচ্ছাসেবক এবং শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
বিডি প্রতিদিন/এমআই