ফরিদপুরের ভাঙ্গায় খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ওই ব্যক্তির নাম লাল চান শেখ (৫০)। তিনি চৌকিঘাটা গ্রামের মৃত শেখ মনতাজউদ্দিনের ছেলে এবং পেশায় একজন দিন মজুর ছিলেন। তার কোনো সন্তান নেই। ১০ বছর আগে লাল চানের স্ত্রী মারা যান।
ঘারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান শফিউদ্দিন মোল্লা বলেন, লাল চান মিয়া গত রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। সোমবার দুপুর ২টার দিকে চেওকিঘাটা গ্রামে কুমার নদের একটি খালে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে ভাঙ্গা থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই