বরিশালের হিজলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং একজন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে ওই উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজার পশ্চিম সড়কে ভ্যান গাড়ী ও মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাউরিয়া বাজারে ভ্যান গাড়ী ও মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইয়াসিন নিহত হয়। আহত দুইজনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ভ্যান চালক চরমেমানিয়া গ্রামের কুদ্দুস হাওলাদারের মৃত্যু হয়। অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার কথা স্বীকার করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন।
বিডি প্রতিদিন/এএম