জামালপুরের ইসলামপুর উপজেলায় অস্ত্রের ভয় দেখিয়ে এক নারীকে অপহরণের সময় দুলাল হোসেন নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোমবার রাতে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মো: নাছির উদ্দিন জানান, ইসলামপুরের গাঁওকুড়া গ্রামের নাজমা আক্তারের সাথে স্থানীয় সন্ত্রাসী দুলাল হোসেনের প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। সোমবার বিকালে নাজমা আক্তারকে অস্ত্রের ভয় দেখিয়ে দুলাল অপহরনের চেষ্টা করে। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ইসলামপুর থানার ওসি (তদন্ত) মো: কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর শহরের গাঁওকুড়া কাচারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ দুলাল হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত দুলাল হোসেন ইসলামপুরের চিনাডুলী ইউনিয়নের কুতুরুল্লাহ গ্রাামের মৃত আব্দুল খালেকের ছেলে। দুলাল হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম