ফেনীর মহিপাল ও ফুলগাজীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে ২২ কেজি গাজাঁসহ দু'জনকে আটক করেছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। সোমবার ভোর গাজাঁগুলো উদ্বারসহ তাদের আটক করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক, সহকারী পরিচালক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মহিপাল ষ্টারলাইন বাস স্ট্যান্ড এর মামনে থেকে একটি পিকআপ ভ্যানকে আটক করে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাজাঁ উদ্বার করা হয়। এময় সময় মো. রাশেদ মিয়া নামে একজনকে আটক করা হয়।
আটক মো. রাশেদ মিয়া ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা থানার রানিয়ারা মধ্যপাড়া এলাকার মানজু মিয়া ছেলে। তাকে ফেনী মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে জেলার ফুলগাজী উপজেলার দেড়পাড়াস্থ জনৈক সাদেকের দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১০ কেজি গাজাঁসহ মো. মামুনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক মামুন ফুলগাজী উপজেলার পশ্চিম দরবারপুর আম্বর আলী সওদাগর বাড়ীর ইসমাইল হোসেনের ছেলে। আটককৃত মানুনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ফুলগাজী থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে জানায় গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন।
বিডি প্রতিদিন/এএম