সাভারের আশুলিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আসাদুজ্জামান রকি নামের (২৫) এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাতে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার সরকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, ২৫ বছর বয়সী ওই গৃহবধূ স্বামীকে সঙ্গে নিয়ে সরকার বাড়ি এলাকার হাফিজ উদ্দিনের বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতেন। গতকাল ওই গৃহবধূর পাশের ঘরের ভাড়াটিয়া আসাদুজ্জামান রকি তার ঘরে ডেকে নেন। পরে ওই যুবক গৃহবধূর গলায় ছুরি ধরে তাকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ওই গৃহবধূ চিৎকার করলে আশেপাশের লোকজন এসে ধর্ষণকারী যুবককে আটক করে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণকারী যুবককে গ্রেফতার করে।
এবিষয়ে আশুলিয়া থানার এস আই ফরহাদ হোসেন বলেন, ওই নারী ধর্ষণকারী যুবককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হবে। আটক ধর্ষণকারী দিনাজপুর জেলার হাকিমপুর থানার নওপাড়া গ্রামের আব্দুল হান্নান হকের ছেলে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন