ফরিদপুর জেলা আইনজীবী সমিতির দ্বি বার্ষিক নির্বাচন-২০২২-২৩ শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে সোমবার অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সভাপতিসহ ৭টি পদে জয়লাভ করেছে।
অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ সহ সভাপতিসহ ৭টি পদে জয়লাভ করে। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির নেতা, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মানিক মজুমদার। ১৫টি পদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থিত প্রার্থীরা সমান সংখ্যক ৭টি পদে বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগ থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সভাপতি-অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, সহ সাধারণ সম্পাদক- অ্যাডভোকেট মোঃ শাহজাহান মোল্যা, তথ্য প্রযুক্তি রক্ষণাবেক্ষণ সম্পাদক- অ্যাডভোকেট মুহাম্মদ আনজামামুল হক মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান, ক্রীড়া সাংস্কৃতিক ও অ্যাপায়ন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জোহান আলী ও কার্য নির্বাহী সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোস্তফা জামান উজ্জল।
বিএনপি সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন, সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অ্যাডভোকেট শামসুন নাহার, অর্থ সম্পাদক- অ্যাডভোকেট এয়ার আলী, অডিট সম্পাদক- অ্যাডভোকেট মোঃ রেজাউল হোসাইন ও কার্য নির্বাহী সদস্যরা হলেন-অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট এ এইচ এম ইসহাক, অ্যাডভোকেট আজিজুর রহমান। এবারের নির্বাচনে ৩১৩ জন ভোটারের মধ্যে ৩০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘদিন পর ফরিদপুর জেলা আইনজীবী সমিতিতে বিএনপি পন্থীরা তাদের আধিপত্য হারালো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন