বাংলাদেশ প্রতিদিন দ্বাদশ বর্ষ পেরিয়ে দুই যুগে প্রবেশ উপলক্ষে টাঙ্গাইলে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় টাঙ্গাইল প্রেস ক্লাব বঙ্গবন্ধু অডিটোরিয়ামে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ ও বাংলাদেশ প্রতিদিনের টাঙ্গাইল প্রতিনিধি মো. নাসির উদ্দিন প্রমুখ।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) বলেন, বাংলাদেশে এত অল্প সময়ে কোনো পত্রিকা এতটা পাঠকপ্রিয়তা অর্জন করেনি। যা বাংলাদেশ প্রতিদিন অল্প সময়ে অর্জন করেছে। বাংলাদেশ প্রতিদিন শুধু প্রিন্ট ভার্সনেই এগিয়ে নয় এটি এখন অনলাইনেও পাঠকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।
পরে অতিথিবৃন্দ কেক কেটে বাংলাদেশ প্রতিদিন এর ১২ বছর পূর্তি ও ত্রয়োদশ বর্ষে পদার্পণ উদ্বোধন করেন।
বিডি প্রতিদিন/ফারজানা