‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ এ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার গাজীপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে সচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনিসুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, গাজীপুর চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. আনোয়ার সাদাত সরকার, সাংবাদিক মুজিবুর রহমান, সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম, ব্যবসায়ী নেতা হাবিবুর রহমান, মোঃ নাসির উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ