বাগেরহাটের মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এ আয়োজন করে।
অনুষ্ঠানে উপজেলার সাড়ে চার শত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহন করেন। এ উপলক্ষে প্রায়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া, যুদ্ধকালীন স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. লিয়াকত আলী খান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিডি প্রতিদিন/এএ