দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন দুই যুগে পা রাখল। মঙ্গলবার সকালে খুলনা প্রেসক্লাবে রাজনীতিবিদ, ব্যবসায়ী, উন্নয়নকর্মী ও গণমাধ্যম ব্যক্তিদের নিয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এই বর্ণাঢ্য আয়োজনে ফুলেল শুভেচ্ছোয় সিক্ত হয় বাংলাদেশ প্রতিদিন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। আলোচনায় অংশ নেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যডভোকেট শফিকুল আলম মনা, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শেখ আবু হাসান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম কামরুজ্জামান জামাল, বিএনপির জেলা যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফউজ্জামান, খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক মফিদুল ইসলাম টুটুল ও নিরাপদ সড়ক চাই খুলনা নগর সভাপতি ইকবাল হোসেন বিপ্লব।
সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বাংলাদেশ প্রতিদিন সফলতার সঙ্গে ১২ বছর পূর্ণ করে ১৩-তে পা দেওয়ায় সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রতিষ্ঠালগ্ন থেকে এই পত্রিকাটি পাঠকের চাহিদা পূরণ করে সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। ফলে পাঠকের আগ্রহ ধরে রাখতে সমর্থ হয়েছে বাংলাদেশ প্রতিদিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিন খুলনার ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীন। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না, শেখ আল এহসান, মো. মাকসুদুর রহমান, আনোয়ারুল ইসলাম কাজল, আসাদুজ্জামান খান রিয়াজ, ওয়াহেদ-উজ-জামান বুলু, মহেন্দ্রনাথ সেন, মো. জাহিদুল ইসলাম, অভিজিৎ পাল, প্রবীর কুমার বিশ্বাস, মো. আনিসুর রহমান কবির, হাসানুর রহমান তানজির, নিয়ামুল হোসেন কচি, দিলিপ বর্মন, এসএম মনিরুজ্জামান, শেখ জাহিদুল ইসলাম, রফিক আলী ও ফজলে রাব্বী শান্ত।
পরে অতিথিরা কেক কেটে বাংলাদেশ প্রতিদিনের ১২ বছর পূর্তি ও দুই যুগে পদার্পণ উদ্বোধন করেন। এর আগে মঙ্গলবার ভোরে খুলনা সংবাদপত্র হকার্স ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশ প্রতিদিনের বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়।
বিডি প্রতিদিন/এমআই