মাগুরায় দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের দুই যুগে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
সকালে প্রেসক্লাব থেকে একটি র্যালি শহর প্রদক্ষিণ শেষে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, এ্যাডভোকেট আরজু সিদ্দিকী, সাংবাদিক অলোক বোস, মকলেছুর রহমান, ইব্রাহিম আলী মোনাল, শফিকুল ইসলাম, কবি মনিরুজ্জামান প্রমুখ। এ সময় করোনাকালিন সময় অসহায় মানুষের জন্য কাজ করা হটলাইন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল