সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মী রাজন হোসেন (১৯) নিহত ও অপর ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে চুকনগরে এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ কর্মী মেহেদি হাসান (২০) সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত রাজন হোসেন সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার বাসিন্দা ও পৌর ছাত্রলীগের কর্মী ছিলেন। আহত মেহেদি হাসান সাতক্ষীরা কামালনগর এলাকার মিজানুর রহমানের ছেলে।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন জানান, মেহেদি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করছিলেন। তিনি পৌর ছাত্রলীগের কর্মী ছিলেন। রাজন ও মেহেদি মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। চুকনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দিকে চালক রাজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন মেহেদি। তাকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে।
বিডি প্রতিদিন/এএ