ফরিদপুরে দেশের সর্বাধিক প্রচারিত জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে থানা রোড থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্বখাবাসপুর মোড়ে গিয়ে শেষ হয়।
এদিন দুপুর ১২টায় কেক কাটা, আলোচনা সভা ও মিষ্টি মুখের আয়োজন করা হয়। বাংলাদেশ প্রতিদিনের ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক শামীম হক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনজিও ব্যক্তিত্ব মো. আজহারুল ইসলাম, এম এ জলিল, আ ন ম ফজলুল হাদী সাব্বির, প্রথম আলোর প্রতিনিধি পান্না বালা, জেলা শ্রমিকলীগের সভাপতি গোলাম মো. নাছির, এস এ মান্নান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম, মাছরাঙা লিমিটেডের পরিচালক আবুল কাসেম, পরিবেশ সাংবাদিক ফোরামের সহ-সভাপতি সৈয়দ মেহবুব সেলিম, শহর যুবলীগের সদস্য সচিব মো. মিঠু মিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, এস এ টিভির সাংবাদিক সুজাউজ্জামান জুয়েল, সময় টিভির সুমন ইসলাম, নিউজ টুয়েন্টিফোরের খায়রুজ্জামান সোহাগ, এম টিভির রিফাত ইসলাম, মধুমতি টিভির এম আজিজুল হকসহ অনেকেই।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি পত্রিকা সমান জনপ্রিয়তা ধরে রেখে একযুগ পেরিয়ে দুই যুগে প্রবেশ নিঃসন্দেহে অবিস্মরণীয় ঘটনা। পত্রিকাটি তাদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখার জন্যই এখনো দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই