খাগড়াছড়িতে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মো. জহুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী।
অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সভাপতি প্রফেসর বোধি সত্ত্ব দেওয়ান, প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, স্থানীয় দৈনিক অরণ্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু তাহের মোহাম্মদ, সাংবাদিক চিংমেপ্রু মারমা, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত চাকমা, বিশিষ্ট লেখক অংসু মারমা, নাট্যকার মর্তুজা পলাশ, কবি ইউসুফ আদনান, সন্ধানী লাইফ ইন্সুরেন্সের এরিয়া ম্যানেজার ইলিয়াস-উজ জামান প্রমুখ।
বক্তারা দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন বিগত বছরগুলোর মতো আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ ও জনগণের পাশে থাকবে বলে মন্তব্য করেন এবং সমৃদ্ধি কামনা করেন। তারা আরো বলেন, মাত্র ৫ টাকায় পাওয়া যাওয়ায় এবং চোখ বুলোলেই দেশের সকল খবর পাওয়া যায় বলে পত্রিকাটি পাঠক প্রিয় ও সর্বাধিক প্রচারিত।
অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কবি-সাহিত্যিক, লেখক-পাঠক, শিক্ষক এবং পত্রিকা এজেন্টগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল