ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করেছে একটি চক্র। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার ডোমরাকান্দি গ্রামসংলগ্ন মেঘনা পার্ক কফি হাউসের পাশে জমি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত শরিফুল (১৪) পার্শ্ববর্তী তেজখালী ইউনিয়নের জয়নগর গ্রামের এরশাদ মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, সোমবার (১৪ মার্চ) সারা দিন অটোরিকশা চালায় শরিফুল। রাত ৮টা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজ করেন। পরে ডোমরাকান্দি গ্রামসংলগ্ন মেঘনা পার্ক কফি হাউসের পাশে জমি থেকে তার লাশ পাওয়া যায়। পুলিশ দুপুরে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিস্তিতে অটোরিকশাটি কিনে একমাত্র ছেলে শরিফুল সেটি চালিয়ে সংসার চালাতেন। ছেলেকে হারিয়ে তার বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েন।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি রাজু আহমেদ বলেন, ছিনতাইকারী চক্রটি ধরতে আমদের অভিযান অব্যাহত আছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ